বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে এন সি ডি এস এর উপর দিন ব্যাপী একটি সেমিনার হয়েছে। সোমবার হাজীগঞ্জ উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম মাওলা নাঈমের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সাপের কামুড় ও সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মুফতি ফজলুল কাদের বাগদাদীর কোরআন তিলায়াতের মাধ্যমে শুরু হয়। এসময় বিষয় ভিত্তিক বক্তব্যে রাখেন ডা. জামাল উদ্দিনসহ প্রশিক্ষকরা। সেমিনারে সংক্রামন ব্যাধি, করোনা সচেতনতা, সাপের কামুড়ে করণীয়, নরমাল ডেলিভারি, ডায়াবেটিকসহ নানা প্রকার রোগ নিয়ে আলোচনা হয়। এ সেমিনারে শিক্ষক, জন প্রতিনিধি, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মী ও সমাজকর্মীদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচনায় অংশ নেন শিক্ষক আবু বকর ছিদ্দিক, মজিবুর রহমান, সানাউল্যাহ পাটোয়ারি, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, সমাজকর্মী ওমর ফারুক, ইমাম মাও. শাহ আলম আল কাদেরী,প্রমুখ।