স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে সাবেক মেম্বার মরহুম হাফেজ আলীকে রাজাকার বলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু ) ছৈয়ালের বিচার চাইলেন তার পুত্র ইউপি মেম্বার আবুল কালাম (কালু) । জানা যায় সম্প্রতি এক অনুষ্ঠানে হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু) ছৈয়াল চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হানারচর ইউপি মেম্বার আবুল কালামের (কালু) বাবাকে রাজাকার বলেন।
এ বিষয়ে মেম্বার আবুল কালাম (কালু) বলেন, আমাদের হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু) ছৈয়াল ও তার ছেলের নামে জেলে কার্ড ছিল কিন্তু প্রশাসনের যাচাই-বাছাইয়ে হালনাগাদের সময়ে তাদের জেলে কার্ড বাতিল হয়ে যায়। কিন্তু হাবু ছৈয়াল বলেন, আমরা নাকি অর্থাৎ তাদের কার্ড বাদ দিয়ে দিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে হাবু ছৈয়াল আমার ও আমার বাবার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কুৎসা রটায়। শুধু তাই না, ৮ এপ্রিল মাননীয় শিক্ষামন্ত্রীর ডাঃ দিপু মনি এম পির বাসায় তাঁর সাথে সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভার শুরুতে হাবু ছৈয়াল আমার মরহুম পিতাকে রাজাকার বলে।
অথচ আমার মরহুম পিতা বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের দাদার সাথে নির্বাচিত ইউপি সদস্য ও সমাজসেবক ছিলেন। আমি হাবু ছৈয়ালের এমন বক্তব্যের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিচার দাবি করছি ও এর তীব্র নিন্দা জানাই।
এদিকে এ বিষয়ে হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবু) ছৈয়াল বলেন, আমি তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ও দলীয় নেতৃবৃন্দের সামনেই একথা বলেছি।