শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

১৫ জানুয়ারি চর্যাপদ একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

reporter / ৩০৫ ভিউ
আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

 

স্টাফ রিপোর্টার।

আগামী ১৫ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে প্রগতিশীল প্রতিষ্ঠান
চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা। চাঁদপুর রোটারী
ভবনে বিকেল ৫টায় অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে গিটার
পরিবেশন করবেন বাংলাদেশ হাওয়াইয়ান গিটার ফোরামের উপদেষ্টা মঈনুদ্দিন
প্রিন্স, জেনারেল সেক্রেটারী সানি জামান ও চাঁদপুরের কৃতিসন্তান
খ্যাতিমান হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ কুমার ঘোষ। বরেণ্য তিন
গিটারিস্টের পাশাপাশি শিশুশিল্পী ঐশী ঘোষ ও কণ্ঠশিল্পী শ্রাবন্তী মজুমদারের
পরিবেশনাও থাকবে।
এ ব্যাপারে চর্যাপদ একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি
জানান, গিটারসন্ধ্যা সফল করতে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত
সংগীতশিল্পী ও একাডেমির উপমহাপরিচালক নন্দিতা দাসকে আহŸায়ক, কবি
শিউলী মজুমদারকে সদস্য সচিব ও জয়ন্তী ভৌমিককে প্রধান সমন্বয়কারী করে
ইতোমধ্যে একটি উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। সেই সঙ্গে আয়েশা
আক্তার রুপা, দুখাই মুহাম্মাদ ও ফেরারী প্রিন্সকে প্রধান সমন্বয়কারী করে
একটি বাস্তবায়ন পরিষদও গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, উপকমিটি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আশা করি দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে শনিবার সন্ধ্যায়
গিটারের সুরে সুরে বেজে উঠবে দেশিবিদেশি সমকালীন এবং হারানো
দিনের গান। থাকবে কবিতা আবৃত্তি ও বাঁশির আয়োজন।
একাডেমির সভাপতি কবি নূরুন্নাহার মুন্নি জানান, গত বছর
গিটারসন্ধ্যার আয়োজন করে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এ বছরও
অনুষ্ঠানটি করার জন্যে অনেকের কাছ থেকে অনুরোধ এসেছে। সাধারণত
ঢাকার বাইরের কোনো জেলা শহরে হাওয়াইয়ান গিটারের অনুষ্ঠান আয়োজন
করা অনেক ব্যয়বহুল ও কষ্টসাধ্য ব্যাপার। তারপরও মানুষের ভালোবাসা ও
আন্তরিকতায় মুগ্ধ হয়ে কারোনা মহামারির কঠিন মুহূর্তেও আমরা সাহস
হারাইনি। সকলের কাছে অনুরোধ জানাই, মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে
অনুষ্ঠানে আসবেন।
শীতকালীন গিটারসন্ধ্যায় চাঁদপুর জেলার শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক
অঙ্গনের অনেক গুণীব্যক্তি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুই পর্বের


অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন কবি সজীব মোহাম্মদ আরিফ ও কবি আইরিন
সুলতানা লিমা।
অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের জন্যে উন্মুক্ত থাকবে। শিল্প-সংস্কৃতিমনা
সকলকে গিটারসন্ধ্যায় উপস্থিতি থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন
চর্যাপদ একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি।


এই বিভাগের আরও খবর