নিজস্ব প্রতিবেদকঃ
আইনজীবী হওয়ার মহান পেশাকে ব্রত করে কাঙ্ক্ষিত স্বপ্নের অভিমুখে সঠিক দিকনির্দেশনার আলোক বর্তিকা জ্বালিয়ে লক্ষ তরুণের স্বপ্নের বাহক সমগ্র বাংলাদেশের বারকাউন্সিল পরিক্ষার্থীদের অগ্রদূত হিসেবে আবির্ভূত হয়ে Law Ex Press এর কর্ণধার মোঃ আকরাম হোসেন স্যার দিগ্বিদিকশূণ্য বার কাউন্সিল পরিক্ষার্থীদের দক্ষ কান্ডারীর ভূমিকায় অবতীর্ণ হন।এই স্বপ্নবাজ শিক্ষক প্রতিষ্ঠা করেন Law Ex press নামক এই ভিন্নধর্মী প্রতিষ্ঠানটি। লং টাইম জুমের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের মনোবল ধরে রাখতে বিভিন্ন দিকনির্দেশনামূলক কাউন্সিলিং করে যাচ্ছেন।হাতে কলমে শিক্ষা নোট লেখানো,নিয়মিত পড়া আদায় এক্সামে অংশ নিতে উৎসাহ দিচ্ছেন দীর্ঘদিন থেকে।রাত ৮.৩০ থেকে অনির্ধারিত ক্লাসের সময়সূচি শুরু,৩ / ৪ ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো আটকিয়ে রেখে আইনের মাঝেও রসনার স্বাদ বিলিয়ে যাচ্ছেন।তারই ধারাবাহিকতায় ২৭-০৩ – ২০২২ ইং সফলভাবে সম্পন্ন হলো হবিগঞ্জ “Law express ” এর ছাত্র ছাত্রী বৃন্দ কর্তৃক আয়োজিত বার কাউন্সিল এম সি কিউ প্রস্তুতিমূলক প্রথম দিনের বিশেষ ফ্রী এই সেমিনারে Law Ex Press এর কর্ণধার শ্রদ্ধেয় আকরাম স্যার ছাত্র ছাত্রীদেরকে বারকাউন্সিল এক্সাম ভিতি দূর করতে বিভিন্ন করণীয় ও সুক্ষাতিসুক্ষ দিকনির্দেশনা দেন এবং প্রতিটি সাবজেক্ট খুবই সহজ সরল উদাহরণের মাধ্যমে আলোচনা করতে সক্ষম হন।
পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এই বিশেষ সেমিনার চলতে থাকবে বলে আস্বস্ত করেছেন এই দক্ষকান্ডারী আইনের শিক্ষার্থীদের অগ্রদূত শ্রদ্ধেয় আকরাম স্যার।Law Ex press তার যাত্রীদের নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধ পরিকর।