চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। ৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বিশাল শান্তি ছিল বের হয়। মিছিলটি পশ্চিম বাজার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ইউসুফ প্রধানিয়া সুমন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক স্বপন কুমার পাল, অধ্যাপক সেলিম, এম এ হাশেম, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়ন যুগ্ম—আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ।