চাঁদপুরের শাহরাস্তিতে ঘুর্ণিঝড় মিধিলার আঘাতে উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার কারনে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অর্ধ শতাধিক কৃষকের ইরি ধানের বীজতলা।
উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় মিধিলার আঘাতে বসত ঘর, বিদ্যুতের খুঁটি, গাছপালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়নে গ্রামের গত ৩দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাছাড়া টানা বর্ষনে ইরি ধানের বীজতলা ডুবে যাওয়ায় এখানকার কৃষকরা বেশ ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ করেছেন।
এদিকে মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামে ইসকান্দার মিয়ার চৌচালা টিনের বসত ঘরের উপর গাছ পড়ে ঘর ভেঙে পড়ে এবং ঘরে থাকা আসবাবপত্র চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এবং অল্পের জন্য রক্ষা পায় ঘরের লোকজন। ঘরের মালিক সুমন বলেন, ঘুর্ণিঝড় শুরু হলে বাড়ীর প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয়ায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে বসতঘর ভেঙে যাওয়ায় প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিক ধারনা করছে ওই পরিবারটি।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, হঠাৎ করে ঘুর্ণিঝড় মিধিলার আঘাতে প্রায় অর্ধশতাধিক গাছ ভেঙ্গে গেছে এবং বিভিন্ন ছোট বড় ঘর ভেঙে গেছে। কৃষকদের ফসলি জমি কিছুটা ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে শুক্রবার দিন রাত টানা বর্ষনে ফসলি মাঠে সৃষ্ট জলাবদ্ধতায় ইরি ধানের জন্য তৈরী বীজতলা ডুবে গেছে পানির নিচে। এতে শতাধিক কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক জানান ইরিচারা রোপনের জন্য তৈরী বীজতলা ১২ঘন্টা টানা বর্ষনে পানির নিচে তলিয়ে যায়।
শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানাযায় ঘূর্ণিঝড়ে মিধিলার আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক পিলার ক্ষতিগ্রস্থ হয়েছে, এছাড়া শতাধিক গাছ ও গাছের ডালা ভেঙ্গে বিদ্যুতের তার ছিড়ে বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পৌরসভার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু রয়েছে। আশা করা যায়, কয়েকদিনের মধ্যে সবকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে।
উপজেলা কৃষি অফিসার আয়শা বলেন ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে এ এলাকার বেশ কিছু কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। অতি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ডুবে যাওয়া বীজতলা রক্ষায় পানি নিষ্কাষনসহ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে।