শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

শাহরাস্তিতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো দিয়ে ৪৫টি পরিবারের চলাচল

reporter / ৩৭৬ ভিউ
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

শাহরাস্তিতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো দিয়েই বছরের পর বছর ৪৫ টি পরিবারের লোকজন চলাচল করছে। উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খেড়িহর (বাবুপুর) বীর মুক্তিযোদ্ধা মজিবুল হকের বাড়িতে যাতায়াতের এ রাস্তা না থাকায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার তারা।

জানা যায় বাড়ির যাতায়াতের রাস্তা না থাকায় পুকুরপাড় দিয়ে নিজস্ব অর্থায়নে নির্মিত ১৫০ ফুট লম্বা বাসের সাঁকো দিয়ে প্রতিনিয়তই চলাচল করছেন স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও বাড়ির লোকজন। এছাড়াও মাঠের সোনালী ফসল নিয়ে বাড়িতে আসার রাস্তা না থাকায় কৃষক এবং অন্যান্য লোকজন চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনায় শিকার হচ্ছে শিশুরা। প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টি বাদলে তাদের কষ্টের সীমা থাকে না।

ওই বাড়ির আনোয়ারা বেগম জানান, পূর্ব পুরুষের সময় থেকে পুকুরের পাড় দিয়ে যাতায়াত করতেন তারা। বর্তমানে পুকুরের পাড় ভেঙ্গে তলিয়ে যাওয়ায় বাড়ির লোকজন ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতে কষ্ট হচ্ছে। বাড়ীর লোকজন ১৫০ ফুট লম্বা বাশের সাঁকো দিয়ে যাতায়াত করলেও বর্তমানে বাঁশের সাঁকোটি জরাজীর্ণ হওয়ায় ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হয়। একই বাড়ির আবুল কালাম, আব্দুর রহমান, আল আমিন, মহিবুল্লাহ ও পেয়ারা বেগম জানান, যাতায়াতের রাস্তা না থাকায় বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। তারা আরও জানান, এ বাড়িতে ৪৫টি পরিবারের সাড়ে ৩শ থেকে ৪শজন লোক বসবাস করে আসছি। আমাদের রাস্তা না থাকায় বাড়ির লোকজন এবং একজন লোক অসুস্থ বা মারা গেলে নেওয়ার মতো রাস্তা নেই। তারা স্থানীয় এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এবং সংশ্লিষ্ট প্রশাসনের আকর্ষণ করেছেন।

এ বিষয়ে চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর জানান তাদের বাড়ি থেকে পাকা রাস্তায় উঠার একমাত্র রাস্তা পুকুর পাড়। বর্তমানে মৎস্য চাষের কারণে পুকুরের পাড় ভেঙ্গে গেছে। এ বাড়িতে সাড়ে ৩শ লোক বসবাস করেন। মানবিক কারণে তাদের এ রাস্তাটি করে দেওয়া দরকার। তবে ব্যক্তি মালিকানা সম্পত্তিতে রাস্তা করতে গেলে কিছু নিয়ম নীতি আছে। তারা অনাপত্তি দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রাস্তাটি করে দেওয়ার জন্য চেষ্টা করব।


এই বিভাগের আরও খবর