নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবছরে দিবসটির প্রতিপাদ্য “আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি”। গতকাল বুধবার (৯ আগষ্ট) বিকাল ৩ টায় চাঁদপুর রোটারি ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে শহরের পালবাজার, কালি বাড়ি শপথ চত্বর হয়ে প্রেস ক্লাব সড়ক দিয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরা’ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ, এইচ, এম, আহসান উল্লাহ, চাঁদপুর ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা এডভোকেট বিনয় ভুষণ মজুমদার।
ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার কম্পিউটার প্রশিক্ষক মোঃ তানভীর আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও সংস্থার সহ সভাপতি প্রবীর কুমার, সদস্য সচিব, সংস্থার সহ সভাপতি ডা.সুখ রঞ্জন ত্রিপুরা, সাধারন সম্পাদক ডা.খোকন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার বানু, শিক্ষাও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সদস্য ও শশিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।