মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
মোঃ মাহাবুব হোসেন ভবিষ্যতে পাইলট হওয়ার স্বপ্ন দেখছে । সে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় আদর্শ একাডেমি ফরিদগঞ্জ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এবং ফরিদগঞ্জ মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র পেট্রোল লিডার।
তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব কাছিয়াড়া গ্রামে। সে মোঃ আলী হোসেন ও শিল্পী বেগমের বড় পুত্র। সে পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এবং বাংলাদেশ স্কাউট থেকে বৃত্তি লাভ করছে, পিএসসি ও জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায়।
ফরিদগঞ্জ মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও সম্পাদক তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ মাহাবুব হোসেনের ইচ্ছা ভবিষ্যতে সে মানবসেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন নিয়ে পাইলট হতে চায়। পরবর্তী সকল পরীক্ষায় ভাল ফলাফল ও পাইলট হওয়ার স্বপ্নপূরণে মাহাবুব সকলের কাছে দোয়া প্রার্থী।