শিরোনাম:
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ সম্পদের পাহাড় গড়েছেন পরেশ চন্দ্র পাল ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা

অফিসার্স ক্লাব ও সদর উপজেলা পরিষদের যৌথ আয়োজনে নির্বাহী অফিসার এর বিদায় সংবর্ধনা

reporter / ৮২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

মুহাম্মদ বাদশা ভূঁইয়াঃ অফিসার্স ক্লাব ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের যৌথ আয়োজনে নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ১৭ আগস্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সানজিদা শাহনাজ বলেন, বিদায় একটা বেদনা বিধূর একটা বিষয়। আমরা যারা প্রশাসন ক্যাডারে আছি আমাদের চাকরি জীবনে বিদায় একেবারেই একটা অবিচ্ছেদ্য অংশ। আমি চাঁদপুর সদর উপজেলা ইউএনও হিসেবে এসেছিলাম। উপজেলা নির্বাহী অফিসারের যে বিষয়টা সাধারণ মানুষের খুব কাছাকাছি যাওয়া যায়। এটা কিন্তু আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাদের অনেকেরই এক বা একাধিক উপজেলায় কাজ করার সুযোগ হয়। কিন্তু আমি আমার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দুই বছর আট মাস শুধু চাঁদপুর সদর উপজেলা ইউএনও হিসেবে ছিলাম। আপনারা হয়তো অনেক ইউএনও দেখেছেন। অনেকে ইউএনও ভবিষ্যতেও দেখবেন। আমি কিন্তু শুধুমাত্র একটা উপজেলা থেকে যাব যে উপজেলাতে আমি নির্বাহী অফিসার ছিলাম। চাঁদপুর সদর উপজেলা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমার প্রথম সন্তান সে জন্মগ্রহণ করেছে। চাঁদপুর সদর আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আর এই দুই বছর ৮ মাস কিভাবে যে চলে গেছে তা আমি কোন ভাবেই টের পাইনি।তার মানে এখানে আমার সময়টা অনেক ভালো কেটেছে। আমি মনে করি আমার সময়টা ভালো যাওয়ার পিছনে অবশ্যই চাঁদপুর সদরের যারা মানুষ আমি যাদের সাথে কাজ করেছি ইউপি চেয়ারম্যান এবং আমার অফিসাররা এবং আমার উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওনাদের অবদান অনস্বীকার্য। কারণ উনারা অত্যন্ত ভালো ছিল। আমার চাকরির পরিবেশটা ভালো ছিল। যার কারণে আমার সময়টা ভালো গিয়েছে। আমি চাঁদপুরের চাঁদ মুখগুলোকে কখনো ভুলবো না। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন।
এসময় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মনির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, নবাগত ইউএনও শাখাওয়াত জামিল শৈকত, সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার তফন রায়, মেডিকেল অফিসার ডা.আবদুল্লাহ আল জুবায়ের, মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহসিন আলম, শিক্ষা অফিসার সাহিদা আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া আরো বক্তব্য রাখেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান শামীম, ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ৫ নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকউল্লাহ পাটোয়ারী, ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খানজাহান আলী কালু, হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাত্তার রাঢ়ী সহ আরো অনেকে।
ওই সময় উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হাসান রাসেল,আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী, কল্যানপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী,মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম সহ উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাব কর্তৃক বিদায়ী ইউএনও সানজিদা শাহনাজকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত ইউএনও শাখাওয়াত জামিল শৈকতকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরন করে নেন।


এই বিভাগের আরও খবর