নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর পৌরসভার বৃহত্তম ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (পরবর্তীতে ৮ নং ওয়ার্ড ও বর্তমানে ৭ নং ওয়ার্ড), পৌর ও জেলা ছাত্রলীগের সদস্য এবং বড় স্টেশন আওয়ামী লীগের রাজনিতিতে একজন ত্যাগী নেতা অসুস্থ্য নজরুল ইসলাম পাটওয়ারীর বাসায় দেখতে গেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
অসুস্থ নজরুল বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দলে, তখন দলের চরম দুঃসময় ছাত্রলীগের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে রাজপথের সাহসী ভূমিকা পালন করেছিলেন, মহামারী করোনাভাইরাস আতঙ্কে নিজের জীবনকে বাঁচাতে যারা ঘরের বাইরে আসেন না তাদেরকে নিরাপদ রাখতে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর নেতৃত্বে দিনরাত জেলা প্রশাসকের স্বেচ্ছাসেবক টিমের সদস্য হয়ে কাজ করে যাচ্ছিলেন সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম।
নজরুল ইসলাম কিছুদিন আগে স্ট্রোক করে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ নজরুলের নিজ বাসায় তার অসুস্থতার কথা শুনে খোঁজ খবর নেওয়ার জন্য অসহায় পরিবারের মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
অসুস্থ নজরুল এমন একজন মানবিক নেতা দেখে আবেগে কান্নায় জড়িয়ে পড়েন বলেন, সত্যিই আজ আমি আনন্দিত। দুলাল ভাই আহ আমার মত অসহায় কর্মীর পাশে এসে দাঁড়িয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন দুলাল পাটওয়ারী কে দীর্ঘ নেক হায়াত দান করুক