নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল রোববার চাঁদপুর পুলিশ লাইন্স, মাল্টিপারপাস শেড’এ ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
উক্ত ব্রিফিং প্যারেডে দায়িত্ব প্রাপ্ত সকল অফিসার ফোর্সকে প্রত্যেকটি ইভেন্ট সম্পর্কে অর্পিত দায়িত্ব ও কর্তব্য সমূহ সঠিক ভাবে বুঝিয়ে দেওয়া হয়। প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সহিত সৎ এবং নিষ্ঠার সাথে পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।