শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

ঈশানবালায় চেয়ারম্যান ও তার পরিবার কর্তৃক গৃহকর্মীকে মারধর, থানায় অভিযোগ

reporter / ১৭২ ভিউ
আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর হাইমচর উপজেলার ঈশানবালা ইউনিয়নের চেয়ারম্যান সউদ আল নাছের ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গৃহকর্মী কে মারধর করে আহত করার অভিযোগ করেছে ভুক্তভোগী নারী মনোয়ারা বেগম (৩৬)।
২২ মে রোববার ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে চেয়ারম্যান সউদ আল নাছের, তার মাতা লুৎফা বেগমসহ প্রায় ৮ জনের বিরুদ্ধে হাইমচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ২০ মে পুলিশের সহায়তায় মনোয়ারা হাইমচর উপজেলায় চিকিৎসা সেবা গ্রহন করেন।
গত ১৯ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ঈশানবালায় এ ঘটনাটি ঘটে।
মনোয়ারা বেগম হাইমচর উপজেলার ঈশানবালা ইউনিয়নের মিজান হাওলাদারের স্ত্রী। তিনি ঈশানবালা আশ্রায়ন প্রকল্পের নূরজাহান টিলার ৪৪ নং রুমে থাকেন।
আহত মনোয়ারা বেগম জানায়, ঈশানবালা ইউনিয়নের চেয়ারম্যান সউদ আল নাছের এর বাড়িতে আমি গৃহকর্মীর কাজ করতাম। আমি কয়েক মাসের কাজের টাকা পাইতাম। টাকা চাইলে চেয়ারম্যানের মা লুৎফা বেগম আমাকে প্রায়ই চর থাপ্পর দেন। গত বুধবার আমি পুনরায় টাকা চাইতে গেলে চেয়ারম্যানের মা হুমকি-ধমকি দিয়ে ঘর থেকে বের করে দেয়। পরের দিন বৃহস্পতিবার আমাকে ঘর থেকে ডেকে নিয়ে চেয়ারম্যান সউদ আল নাছের, তার মা লুৎফা বেগম, রিয়াজ, সলেমান, খোকন, স্বপ্না দেলওয়ার ও তার স্ত্রী নূরজাহান মারধর করে এবং আটকে রাখে।
তিনি আরোও জানান, আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি।
হাইমচর থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, ঈশানবালার চেয়ারম্যান সউদ আল নাছের ও তার পরিবারের বিরুদ্ধে এক গৃহকর্মী অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর