চাঁদপুরের কচুয়ার বিএনপি নেতা ও আশ্রাফপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো.মাসুদ এলাহী সুভাষ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা নুরপুর এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাসুদ এলাহী সুভাষকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল গ্রেফতারের বিষয়টি নিশ্চিন্ত করে জানান, মাসুদ এলাহী সুভাষ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।