তাওহীদ পাটোয়ারী মনিরঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চল স্বপ্ন ছুই পরিবারের আয়োজনে আজ ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরিপুর আঙ্গাউড়া জামে মসজিদ সংলগ্ন গ্রামে ও মতলবে ১০০ টির অধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও চল স্বপ্ন ছুই পরিবার, গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী ও অন্যান্য কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ে চল স্বপ্ন ছবি পরিবার সকলের সহযোগিতায় ঈদ উপহার বিতরণ করেন।
একঝাক শিক্ষার্থী ও মানব সেবাকর্মীদের সহযোগিতায় সেবামূলক কার্যক্রম করে, গরীব, অসহায় অস্বচ্ছল, প্রতিবন্ধী পরিবারের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে।
প্রতিষ্ঠানটির সদস্যরা বলেন চল স্বপ্ন ছুই পরিবার বাংলাদেশের প্রত্যেক উপজেলার মানুষের সাথে ঈদ উপহার বিতরণ সহ ঈদ আনন্দ ভাগাভাগি করতে কার্যক্রম অব্যাহত থাকবে। সেবামূলক কার্যক্রমে সহযোগিতার জন্য দেশ, বিদেশ থেকে যারা অনুদান পাঠিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।