শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

চাঁদপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ

reporter / ৩০৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
 চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ হয়েছে।
সোমবার (২৩ মে) বিকাল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্যে বলেন, তোমরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো এবং সাহস দেখিয়েছো, তার জন্যে তোমাদেরকে ধন্যবাদ জানাই। এ সাহসকে ধরে রাখতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং নিজের যোগ্যতাবলেই প্রতিষ্ঠা অর্জন করতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, জীবনটা একটা চ্যালেঞ্জ৷ এই জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। কিন্তু সেটা করতে হবে সৎ হবে, নির্দিষ্ট পক্রিয়ায়। অসৎভাবে কেউ যদি কাউকে ল্যাং মেড়ে উঠতে থাকে আবার সেই ঠিক পড়েও যায়। এজন্য সবসময়ই মনে রাখবে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সততার কোন বিকল্প নাই। যে জীবনে সৎভাবে পরিশ্রম করে বড় হবে সেই-ই টেকসই এবং মর্যাদাশীল হবে। আর অন্যায়ভাবে বড় হবে সে মানুষের ঘৃনার পাত্র হবে। তাই চেষ্টা করবে সৎ উপায়ে বড় হওয়ার৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ ও নুরুন্নাহার বকুল।


এই বিভাগের আরও খবর