শিরোনাম:
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কার্যক্রম উদ্বোধন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা কচুয়ায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন মতলবের মেহরনে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত, কিশোর নিহত মতলবের উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৬ জুলাই ঘিরে তরুণদের আগ্রহ কচুয়ার সাচারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফটের বিতরন

চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

reporter / ১৪৭ ভিউ
আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায়  জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ারের সঞ্চালনায় আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সিভিল সার্জন মোঃ শাহাদাৎ হোসে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান,
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইমদাদ হোসেন, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
 জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন,
সেই পাকিস্তান আমলের রাস্তা দিয়েই চলাচল। মানুষ বেড়েছে বাড়েনি রাস্তা। চাঁদপুর শহরে যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করা জরুরি হয়ে পড়েছে।
অনেকেই রাস্তার পাশে বাড়ি নির্মাণ করেছেন কিন্তু রাস্তার জায়গা ছাড়েনি। ১০ জন লোকের জন্য ১০ হাজার মানুষ কষ্ট পাবে সেটা মেনে নেওয়া যায় না। আজকে সবাই বাইপাস সড়কের দাবি তুলেছেন এটা একটি ভালো প্রস্তাব। জেলা প্রশাসক এ বিষয়ে সড়ক বিভাগকে সার্ভে করতে অনুরোধ জানান। তিনি আরো বলেন, চাঁদপুরে অন্য জেলার সিএনজি আসতে পারবেন না। কেবল চাঁদপুরের সিএনজি চাঁদপুরেই চলবে। আইন অমান্য করলে শাস্তির আওতায় আনতে হবে। বাজার নিয়ন্ত্রণ বিষয়ে জেলা প্রশাসক বলেন মোবাইল কোর্ট এর লক্ষ্য অপরাধ হ্রাস পাওয়া। কাউকে জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। মোবাইল কোট চালিয়ে যাচ্ছি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখতে। চাঁদপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে পানি ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাসপোর্ট অফিসের নামে অভিযোগ উঠেছে বলে জেলা প্রশাসক বলেন, পাসপোর্ট নিয়ে হয়রানি নয়। দেশের নাগরিক হিসেবে একজন মানুষের পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। যদি কারো কোন কারণে পাসপোর্ট বাতিল হয়ে যায় সে মেসেজ টিও তাকে পেতে হবে।


এই বিভাগের আরও খবর