শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

চাঁদপুরে দাখিল পরীক্ষা দেয়া হলো না খাদিজা-সুমাইয়ার

reporter / ১২৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুই শিক্ষার্থীর দাখিল পরীক্ষা দেয়া হলো না। তারা পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, দাখিল পরীক্ষার্থী খাদিজা আক্তার ও সুমাইয়া আক্তার।
গতকাল বুধবার (১৭ মে) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট জেলা কারাগারের সামনে এ দূর্ঘটনা ঘটে। একই ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন মিজি ও সিএনজি স্কুটার চালক ফখরুদ্দিন (৩০) ও গুরতর আহত হন।
আহতরা জানান, সকালে তারা রামপুর ইউনিয়নের রামপুর আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী হিসেবে তাদের রিজার্ভ সিএনজি স্কুটার নিয়ে চাঁদপুরে পরীক্ষা কেন্দ্রে রওয়ানা হন। তাদের বহনকৃত স্কুটারটি চাঁদপুর জেলা কারাগারের সামনে আসলে হঠাৎ উচু আইল্যান্ড দেখে সিএনজি চালক গাড়ির গতি কমিয়ে দেয়। এসময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা মধুফুড বেকারীর একটি পিকাপ ভ্যান সিএনজি স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘনার শিকার হয়ে চালক শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়।
গুরুতর আহতরা হলেন, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী বড় সুন্দর গ্রামের খাদিজা আক্তার (১৬) একই গ্রামের মিজি বাড়ি সুমাইয়া আক্তার (১৬)। এছাড়া তাদের সাথে থাকা অন্যান্য আহতরা হলেন, রামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন মিজি ও সিএনজি স্কুটার চালক ফখরুদ্দিন (৩০)।
তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দুর্ঘটনায় খাদিজা আক্তার ও সুমাইয়া আক্তার বুধবারের দাখিল পরীক্ষায় অংশ নিতে নেয়ার কথা ছিলো। দুর্ঘটনার শিকার হয়ে তারা পরীক্ষা দিতে পারেননি।
এদিকে দূঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।


এই বিভাগের আরও খবর