চাঁদপুরে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান সম্পন্ন হয়েছে। রোববার পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত চাঁদপুর জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) হইতে এসআই(নিঃ) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত এএসআই(নিঃ) আফরোজা খাতুন ও কনস্টেবল হইতে এএসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত কনস্টেবল অপু তালুকদার কে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর উপস্থিত ছিলেন।