মুহাম্মদ বাদশা ভূঁইয়াঃ “মাদককে রুখব বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব “এই প্রতিপাদ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চাঁদপুরে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে রোববার ৩০ জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে। পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যধি, এটি একার পক্ষে নিরস করা সম্ভব নয়। তাই সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকেই এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলমসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী।