চাঁদপুরে ৩৩ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

reporter / ১২০ ভিউ
আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দু’টি ট্রাক থেকে ১৩৫০ কেজি (৩৩ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১০ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকের ককসিটের মধ্যে থাকা যশোর থেকে নিয়ে আসা এসব চিংড়ি জব্দ করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান  বলেন, কোস্টগার্ড টহল সদস্যরা হরিণা ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় ২ টি ট্রাক(যশোর ট-১১-৩৫-২২ এবং যশোর ট-১১-২৯-৯২) তল্লাশী করে ১৩৫০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করে।
দুপুরে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়
নৌ পথের নিরাপত্তা ও সব ধরণের চোরাচালনা রোধে কোস্টগার্ডের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা


এই বিভাগের আরও খবর