চাঁদপুরে ৮ কেজি গাঁজা সহ আটক ২

reporter / ৯৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে  জেলা মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে  ৮ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে, এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস জানায়
সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন  সার্বিক তত্বাবধানে ২২ মে, রবিবার রাত সাড়প দয় ঘটিকায় পরিদর্শক   বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ডস্থ  স্বর্ণখোলা রোডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্স এর বেস্ট এন্ড টেস্ট ফাস্ট কর্ণার নামীয় দোকানের পূর্ব  পাশ্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারিমোঃ রাব্বি খান (২৯) পিতা- মোঃ শাহ আলম খান
মাতা- মোসাঃ মালা বেগম, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল, তাছলিমা আক্তার প্রঃ নাসরিন প্রঃ শাপলা (২৮),স্বামী- মৃত হারুন মিয়া
পিতা- মৃত মজনু মিয়া, মাতা- মৃত ফিরোজা বেগম, থানা- কসবা, জেলা- ব্রাক্ষ্মনবাড়িয়া
উভয়কে  ০৮(আট) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।  যার আনুমানিক মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা । উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ ব্যাপরে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান আমরা সরকার ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নিতি গ্রহন করেছি চাঁদপুর জেলা মাদক মুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান চলবে।


এই বিভাগের আরও খবর