গতকাল রোববার ৩০ জুলাই বিকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, দেশের মানুষ যখন শান্তিতে আছে তখন বিএনপি জামাত নির্বাচনের নামে দেশে নৈরাজ্য সৃর্ষ্টি করছে। তারা কর্মসুচির নামে ঢাকায় অবস্থান করে ২০১৪ সালের আগুন সন্ত্রাসে ফিরিয়ে আনছে। আমাদের তাদের এ নৈরাজ্য, আগুন সন্ত্রাস রাজপথে মোকাবেলা করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটা দেখে স্বাধীনতার পরাজিত শক্তি ও তাদের দোসরদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে দৃষ্টতা দেখিয়েছে। তার এদেশে আরেকটি ১৫ আগস্টের জন্ম দিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এসব রাষ্ট্রদ্রোহী পরাজিত শক্তিদের মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার আছে। রাজপথেই তাদেরকে মোকাবেলা করা হবে।
সমাবেশে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল তার বক্তব্যে বলেন, দেশের মানুষ বিএনপি জামাত জোটকে আর কখনো ক্ষতায় দেখতে চায় না। কারন তাদের সময়ে কি উন্নয়ন হয়েছে আর উন্নয়নের নামে কি লোপাট হয়েছে তা দেশের মানুষ জানে। শেখ হাসিনার সরকারে সময়ে দেশের মানুষ আজ শান্তিতে আছে আর এ শান্তি নষ্ট করতে বিএনপি জামাত নির্বাচনের নামে দেশব্যাপী নৈরাজ্য ও আগুন সন্তাস করছে। ২০১৪ সালে সারাদেশে তার আগুন সন্ত্রান চালিয়ে শতশত মানুষকে হত্যা করেছে।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি মনজুরুল আলম মঞ্জু, সহ সভাপতি আঃ রশিদ সরদার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়াজি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, সদস্য বদিউজ্জামান কিরন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদ মাহবুবর রহমানসহ অঙ্গসহযোগী সংগঠন যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।