নিজস্ব প্রতিবেদকঃ গতকাল রোববার পুলিশ লাইন্স, চাঁদপুর মাল্টিপারপাশ শেডে চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করাসহ জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মাসিক কল্যাণ সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, সহকারি পুলিশ সুপার ( কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।