শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

চাঁদপুর পৌরসভার আয়োজনে ওয়াস্ট টু ফার্টিলাইজার এবং ওয়েল প্রোডাকশন স্টেক হোল্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত

reporter / ১১৮ ভিউ
আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর পৌরসভার আয়োজনে ‘ওয়াস্ট টু ফার্টিলাইজার এবং ওয়েল প্রোডাকশন স্টেক হোল্ডার ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের।দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, চাঁদপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন এবং নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে আমরা বর্তমান পরিষদ বদ্ধপরিকর। কাজেই এখানে যা কিছুই করা হোক না কেন তাতে পৌরসভা এবং নগরবাসীর স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হবে।
ওয়াস্ট পাওয়ার প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিরা জানান, আমরা পৃথিবীর ৬টি দেশের ৬টি শহর নিয়ে কাজ করছি। এরমধ্যে চাঁদপুর একটি। চাঁদপুর বাংলাদেশের মধ্যে প্রথম শ্রেণীর একটি পৌরসভা। এজন্যে আমাদের আশা অনেক বেশি। এখানে কাজ করার মতো পরিবেশ আছে। তবে আমরা পৌরসভার স্বার্থ যেন রক্ষা হয়, সে লক্ষ্যেই কাজ করবো। এক্ষেত্রে আপনাদের সহযোগীতা লাগবে। আশা করছি সকলের সহযোগিতা থাকলে চমৎকার একটি প্রজেক্ট আমরা করতে পারবো।
ওয়াস্ট পাওয়ার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান
নাইমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, প্রফেসর মাহাবুব আলম, পরিচালক মো. নাজমুল আলম, অসিম কুমার, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়া, প্রধান প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা প্রমুখ।


এই বিভাগের আরও খবর