মোঃ আরিফুল ইসলামঃ
চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়ছে।
২২ জুলাই শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটারদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটাররা বিভিন্ন উপজেলা থেকে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৩১ জন ভোটারের মধ্যে ১২৮ জন ভোট দেন। নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্য (৮ জন) পদে ২৬ জন প্রার্থী প্রতিযোগিতা করেন।
বিকাল সাড়ে ৩ টায় ভোট গননা শুরু করে সন্ধ্যা ৬ টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ মিজানুর রহমান, সহসভাপতি পদে হুমায়ুন কবির (স্বপন), সাধারণ সম্পাদক পদে মোঃ হারুনর রশীদ, কোষাধ্যক্ষ পদে মোঃ কামরুজ্জামান ভুইঁয়া, সদস্য পদে মোঃ তালহা খান (ঝান্টু), ফরিদ আহমদ শিপন, মোঃ আলমগীর, মোঃ জাকির খান, মোঃ ফারুক হোসেন, আঃ রশিদ পাটওয়ারী,মোঃ রুহুল আমিন, মোঃ মুকবুল হোসেন নির্বাচিত হন।