স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের উদ্যোগে টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আবু নঈম পাটওয়ারী দুলালের নিজ বাসভবনে এ ইফতারের আয়োজন করা হয়।
এসময় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চাঁদপুর জেলার সাংবাদিকদের সাথে আমার একেবারে অন্তরঙ্গ এবং পারিবারিক সম্পর্ক রয়েছে। কারণ চাঁদপুর প্রেসক্লাবের জন্য নির্ধারিত স্থানটি পৌরসভার পক্ষ থেকে আমার বাবার সময়কালেই দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমি একেবারেই ঘরোয়াভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকের সাথে ইফতারির আয়োজন করেছি। তারই প্রেক্ষিতে আজকে টেলিভিশন সাংবাদিকের সাথে এই ইফতারির আয়োজন। এভাবে আলাদা আলাদা ইফতারির মাধ্যমে প্রত্যেকের খোঁজখবর ভালোভাবে নেয়া যায়। তাই সবাইকে একত্রে নয় আলাদা আলাদা সকলের সাথে ইফতার করতে পারলে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, বিটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, বাংলাভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম বাদশা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদি, মাই টিভির জেলা প্রতিনিধি মনোয়ার কানন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আলম পলাশ, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ওয়াদুদ রানা, ডিবিসির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খোকন কর্মকার, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার বোরহান উদ্দিন ডালিম, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য হাবিবুর রহমান, এসএটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইকবাল বাহার।