নিজস্ব প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি জানায়
১৩ জুুন ৫ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর জেলার কচুয়া থানাধীন পালগিরি সাকিনস্থ ভাই ভাই ব্রিক ফিল্ডের দক্ষিণ পাশে রহিমানগর-টু-কচুয়া পাকা সড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। পারভেজ মুন্সি রাকিব (৩০), পিতা-মোঃ ওমর ফারুক মুন্সি, মাতা-খোদেজা বেগম, সাং-দক্ষিন পালগিরি (মুন্সি বাড়ি), ০২। মোঃ রফিকুল ইসলাম মনু (২৮), পিতা-মৃত আলী আকবর, মাতা-মাজেদা বেগম, সাং-হাশিমপুর (মজুমদার বাড়ি), উভয় থানা-কচুয়া, জেলা-চাঁদপুরদ্বয়কে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।