হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে।
গতকাল ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে কালিবাড়ি মন্দিরে বস্ত্র বিতরন করা হয়।
যুগ্ম সাধারন সম্পাদক মনোজ চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্যারা বলেন এখানে যে সব মায়েরা বস্ত্র গ্রহনের জন্য উপস্থিত তারই জলন্ত মা। আপনারা আজকে বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ চাঁদপুর জেলা শাখার বস্ত্র নিতে এসেছেন তারা এ বস্ত্র পরে মায়ের পদতলে অঞ্জলী নিতে যেতে পারবেন। আমরা চাই সব সময় আপনাদের পাশে সব সময় থাকতে। পৌর পূজা উদযাপন পরিষদ আস্বস্ত করেছে আগামীতে তারা সহযোগিতার হাত প্রসারিত করবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারন সম্পাদক সুমন সরকার জয়, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা,ব্যবসায়ী নারায়ন সাহা,ব্রাহ্মণ যুব কিশোর সংসদ চাঁদপুরের সভাপতি কার্তিক চক্রবর্তী, সাধারন সম্পাদক প্রবির অধিকারি, সাংগঠনিক সম্পাদক বিধান চক্রবর্তী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কালিবাড়ি মন্দির কমিটির অজয় মজুমদার,জেলা পূজা উদযাপন পরিষদের সমাজ কল্যান সম্পাদক লিটন মজিমদার, পৌর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুভাষ সাহা, ব্রাহ্মণ যুব কিশোর সংসদ চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি অভিজিৎ চক্রবর্তী, প্রচার সম্পাদক আকাশ অধিকারী।শুরুতে গীতা পাঠ করে আকাশ অধিকারী।