শিরোনাম:
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ সম্পদের পাহাড় গড়েছেন পরেশ চন্দ্র পাল ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা

দূর্গা পূজা উপলক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনির অনুদান প্রদান

reporter / ১৬৯ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর পৌরসভা ও হাইমচর উপজেলার ৪৬টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে।

রোববার মহাষ্টমীতে শিক্ষামন্ত্রীর পক্ষে মন্দিরগুলোর কমিটির নেতৃবেৃন্দের হাতে অনুদান তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয় সম্পাদক অজয় কুমার ভৌসিক, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সম্সিলিত সাংস্কৃতি জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক অভিজিত রায়, জেলা যুব ঐক্যের সদস্য সচিব পার্থ গোপাল দাস, যুগ্ম আহবায়ক জয় নাগ।

যে ৪৬টি মন্দির ও পূজা মন্ডপে অনুদান দেওয়া হলো: চাঁদপুর সদর উপজেলার ৪০টি মন্ডপ হলোঃ কালী বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা পুজা কমিটি, রাম কৃষ্ণ আশ্রম, গুয়াখোলা কুণ্ডু বাড়ি, মজুমদার বাড়ি পূজা মন্ডপ, পুরানবাজার নিতাইগঞ্জ পূজা মন্ডপ, বারোয়ারি পূজা মন্ডপ, হরিসভা পূজা মন্ডপ, ঘোষপাড়া পূজা মন্ডপ, জাফরাবাদ পালপাড়া পূজা মন্ডপ, নিতাইগঞ্জ রনজিত দাসের বাড়ি পূজা মন্ডপ, নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দির, নতুন বাজার ঘোষ পাড়া পূজা মন্ডপ, পুরানবাজার দাস পাড়া পূজা মন্ডপ, পুরান বাজার হরিজন পল্লী পূজা মন্ডপ, মহামায়া দত্ত বাড়ি পূজা মন্ডপ, মৈশাল বাড়ি পূজা মন্ডপ, শিলন্দিয়া কুলদাসের বাড়ি পূজা মন্ডপ, দামোদরদি কমলকৃষ্ণ মহাসয়ের বাড়ি পূজা মন্ডপ, উত্তর চরবাকিলা পূজা মন্ডপ, বাবুরহাট রমেশ দের বাড়ি পূজা মন্ডপ, স্বর্ণখোলা সন্তুষী মায়ের মন্দির পূজা মন্ডপ, ডগ লাইন মহা বীর মন্দির পূজা মন্ডপ, ডাসাদি বড় সূত্রধর বাড়ি পূজা মন্ডপ, পুরানবাজার পানের গোলা পূজা মন্ডপ, ডাসদি সুরেশ দাসের বাড়ি পূজা মন্ডপ, পুরানবাজার নবতারা পূজা মন্ডপ, বালিয়া রাধা গোবিন্দ মন্দির, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির, পুরানবাজার কার্তিক সাহার বাড়ি পূজা মন্ডপ, শিলন্দিয়া নান্টু দের বাড়ি পূজা মন্ডপ, দাস পাড়া প্রভাতী সংঘ পূজা মন্ডপ, নতুনবাজার অকাল বোধন সংঘ পূজা মন্ডপ, মঠখোলা শিব বাড়িয়া ঠাকুর বাড়ি পূজা মন্ডপ, মুন্সেফপাড়া পূজারী সংঘ পূজা মন্ডপ, পুরানবাজার জয় রাম সংঘ পূজা মন্ডপ ও চরমেশা পূজা মন্ডপ।

হাইমচর উপজেলা পূজা মণ্ডপ গুলো হলোঃ কমলাপুর দেবী দূর্গার মন্দির, পশ্চিম চর কৃষ্ণপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির, চর ভাঙরগা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, দক্ষিণ চরভৈরবী শ্রী শ্রী গৌর নিতাই মন্দির, উত্তর চরভৈরবী হরিচাঁদ ঠাকুর মন্দির ও পাড়া বগুলা মজুমদার বাড়ি দেবী দূর্গার মন্দির।


এই বিভাগের আরও খবর