নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি-জামাতচক্রের দেশবিরােধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
৫ মার্চ বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।
প্রতিবাদ সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
সমাবেশে পৌর যুবলেীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌরসভার কাউন্সিলর শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ আলী মাঝি আব্দুল গণি গাজী, মুকবুল হোসেন মিয়াজী জাহাঙ্গীর হোসেন বেপারী।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ এক ও অভিন্ন চাঁদপুরের মাটিতে কোন জামায়াত বিএনপিকে এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারনে আজকে দেশের জনগণ ভাল আছে। দেশের উন্নয়ন ও জনগণের ভাল থাকাটা অনেকের গায়ের জ্বালা তাই ইসুবিহীন আন্দোলন করে যাচ্ছে বিএনপি জামায়াত জোট। শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে আমাদের সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে।