শিরোনাম:
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ সম্পদের পাহাড় গড়েছেন পরেশ চন্দ্র পাল ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা

নারায়নপুর এসএসসি কেন্দ্রে কেন্দ্র সচিবের নামে টাকা আত্মসাতের অভিযোগ

reporter / ২১১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

 মতলব প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ  উপজেলার নারায়ণ পুর উচ্চ বিদ্যালয়ের এবারের এস এস সি   কেনদে কেন্দ্র সচিবের নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। জানা যায় এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ অসুস্থ থাকায় সহকারী প্রধান শিক্ষককে কেনদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কেনদ সচিব জাল জালিয়াতি করে কেনদের নামে বরাদ্দ টাকা  আত্মসাৎ করেছেন। কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী কেনদ সচিব ও হল সুপারদের টাকার হিসাব নিকাশ দিচ্ছেন না। তিনি জমাকৃত টাকার ১ লাখ একুশ হাজার টাকা বেশি খরচ করেছেন বলে তাদের কে জানান পরীক্ষার সময় কেন্দ্রে ডিউটি করা অনেক পরিশ্রমি শিক্ষকদের খরচ এর টাকা ও দেননি তিনি। কালিকা পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক ও নারায়ণ পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ শাহাদাত হোসেন কে কোন টাকা পয়সা দেননি কেনদ সচিব। তাড়া ডিউটি করা পরিশ্রম এর টাকা চাইলে,কেন্দ্রের নামে ফান্ডের টাকার চেয়ে আমাদের টাকা খরচ হয়েছে বেশি কোথা থেকে টাকা দিবো,পরে তারা ভারাক্রান্ত মন নিয়ে চলে যান। এ ব্যাপারে ডিউটি করা শিক্ষকরা বলেন তিনি আমাদের কোন টাকা পয়সা দেননি, কেনদ সচিব জসিম উদ্দিন কয়েক জন ম্যানেজিং কমিটিকে হাত করে আমাদের টাকা না দিয়ে তা আত্মসাত করেন।এ ছাড়া কেনদ সচিব জসিম উদ্দিন এর নামে ছাত্র-ছাত্রীদের প্যাকটিক্যাল এর বিষয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কেনদ সচিব জসিম উদ্দিন বলেন, কেনদের নামে যে টাকা জমা ছিলো তার চেয়ে আমাদের টাকা বেশি খরচ হয়েছে, তাই ডিউটি করা শিক্ষকদে কোন টাকা দিতে পারিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলি রেজা আশ্রাফি বলেন, এমন কিছু ঘটনা ঘটে থাকলে অবশ্য ই ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর