ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী আটক করেছে পুলিশ।
৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী জামাল হোসেন (৩২)কে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে।
আটককৃত মাদক কারবারী জামাল হোসেন পশ্চিম আলোনিয়া এলাকার বেপারী বাড়ির মৃত হানিফ বেপারীর ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ মাদক কারবারী আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।