মোঃজাহিদুল ইসলাম ফাহিম:
বাংলাদেশ স্কাউট ফরিদগঞ্জ উপজেলার প্রশিক্ষক টিমের উডব্যাজ অর্জনকারী চার শিক্ষককে উপজেলা স্কাউটের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে
২১ শে এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা স্কাউটের সভাপতি উডব্যাজ প্রাপ্তদের ফুলের শুভেচ্ছা ও স্কাপ পরিয়ে দেন। সংবর্ধিত কাব লিডারগন হলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোতালেব, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার ডলি, দক্ষিণ চার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তানজিনা আক্তার, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলছুম।
এদিন অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্কাউটের সম্পাদক শফিকুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট ফরিদগঞ্জ উপজেলার সভাপতি শিউলি হরি এসময়ে তিনি বলেন, স্কাউটিং কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।ফরিদগঞ্জ উপজেলা স্কাউট এর এই সাফল্য ধারাবাহিক ভাবে ধরে রাখতে হবে। চাঁদপুর জেলার মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে স্কাউটদের কে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, আব্দুল মোতালেব, মোঃ বেলায়েত হোসেন এএলটি, মোঃ জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, মোঃ নূর হোসেন খান, মোঃ জিয়াউর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল লতিফ খান, সুলতানা রাজিয়া দিপু, মোঃ জাহিদুল ইসলাম ফাহিম সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, হাইস্কুল,ও প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার ও গ্রুপ সভাপতিগন।