ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষেমেডিক্যাল ক্যাম্প, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের হয়ে গুরুতরপূর্ন সড়ক প্রদর্শন শেষে পূনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
এর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশ্রাফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃ কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ অফিসার ডাঃ মামুন আহমেদ ভূঁইয়া, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।