নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু’র জন্মদিন উপলক্ষে কেক কাটা, ইফতার ও দোয়া মাহফিল পালিত হয়েছে।
গতকাল ১৮ এপ্রিল বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জাতীয় আইন কলেজ শাখার সভাপতি রোকেয়া সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রুমা’র সন্ঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফ আজাদ আকবর লিমন, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবর, জাতীয় আইন কলেজের সহ সভাপতি আবদুল মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ,রিফাত রোকসানা সুবর্ণা, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক দিলুফা ইয়াসমিন ( দিলা), বাদল গাজী, মহিবুর রহমান, নুর হোসেন, বগুড়া আইন কলেজের সভাপতি সোয়েব আখতার খান সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।