শিরোনাম:
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কার্যক্রম উদ্বোধন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা কচুয়ায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন মতলবের মেহরনে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত, কিশোর নিহত মতলবের উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৬ জুলাই ঘিরে তরুণদের আগ্রহ কচুয়ার সাচারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফটের বিতরন

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ পৌরসভা 

reporter / ২৩৩ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুনামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে।
২০ মে শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়া ফরিদগঞ্জ পৌরসভা ও ৬ নং গুপ্টি (পঃ) ইউনিয়নের মধ্যকার ফাইনাল ম্যাচের খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধ্যে উভয় দলের কোন গোল না হলেও খেলার দ্বিতীয় আর্ধ্যের শুরুতেই ফরিদগঞ্জ পৌরসভা আক্রমণ ভাগের খেলোয়ার আবিরের গোলে ১-০ তে এগিয়ে যায় ফরিদগঞ্জ পৌরসভা এবং খেলার শেষ দুই মিনিটে সাইমুনের আরও একটি গোলে ২-০ গোল ব্যবধানে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হয়  ফরিদগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ।
ফাইনাল ম্যাচ শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই, খেলা শেষে জয় পরাজয় মেনে নেওয়ার  একজন ভালো খেলোয়াড়ের পরিচয় দেয় তথা একটি সুসংগঠিত দলের পরিচয় দেয়। আমি আশা করি আমাদের উপজেলা চ্যাম্পিয়ন হওয়া দল নিজেদের আরো বেশি পরিনত করে চাঁদপুরে জেলা পর্যায়ের খেলায় ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম ও ৬ নং গুপ্টি (পঃ) ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ সহ অন্যান্যরা।
টুর্নামেন্টের ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৬ নং গুপ্টি ইউনিয়নের মোঃ আমির, এবং পুরো টুর্নামেন্টের উপজেলা পর্বের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ফরিদগঞ্জ পৌরসভার খেলোয়াড় সাইমুন।


এই বিভাগের আরও খবর