শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

reporter / ২২৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

জাহিদুল ইসলাম ফাহিম : ফরিদগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে৷
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমুন নেছা’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান  আ্যডভোকেট জাহিদুল ইসলাম রোমান। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যারা এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন না যারা এদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না, তারাই এই আগস্ট মাসে জাতির জনককে নৃশংস ভাবে হত্যা কান্ড সহ গ্রেনেড হামলা ও সিরিজ বোমা হামলা চালিয়েছে। বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করার জন্য বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়, বঙ্গবন্ধু তার অধিকাংশ সময় কারাগারে থাকায় বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি সন্তানদের মানুষ করেছেন। তিনি সবসময় বঙ্গবন্ধুকে সকল বিষয়ে অনুপ্রেরণা যোগাতেন, রাজনীতি থেকে শুরু করে সকল ক্ষেত্রে তিনি বঙ্গবন্ধুর পাশে ছিলেন। এদেশের স্বাধীনতায় বেগম ফজিলাতুন নেছা মুজিবের বড় অংশীদারিত্ব রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মামুনুর রশীদ পাঠান, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান।
আলোচনা সভা শেষে ৪ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৪ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়৷ এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর