নিজস্ব প্রতিবেদকঃ
রমজানে বাজার নিয়ন্ত্রণ ও নিম্নআয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হয়।
গতকাল ১৩ এপ্রিল বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১ হাজার ৩ শত ৫৪ জন কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল্যা পাটওয়ারী। ৫৬০ টাকার বিনিময়ে টিসিবি পণ্য বিতরণের দ্বিতীয় ধাপের এই নিত্যপণ্যের মধ্যে সয়াবিন তৈল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিনি ২ কেজি ও ছোলা বুট ২ কেজি।
বালিয়া ইউপি সচিব মনছুর আহমেদের সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণের উদ্বোধকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার ধীবাস চন্দ্র দাস, সদর মডেল থানার এস আই আব্দুল মোতালেব, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শারমিন সহ ইউপি সদস্যবৃন্দ।