নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক
বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী দিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশ।
সোমবার ( ১৮এপ্রিল ) দুপুরে জেলা প্রশাসক
কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ক্রীড়া
সামগ্রীগুলো তুলে দেয়া হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে
ছিলো টেনিস বল ১২ টি, সফট বল ১০ টি, দাবা
সেট ৪টি, ব্যাডমিন্টন র্যাকেট ৪টি, ব্যাডমিন্টন
নেট ২টি, ফেদার ২ বক্্র ও ফুটবল ৪টি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার
সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, বুদ্ধি
প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক। অনন্যার মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বাংকার মুজিবুর রহমান, সুইড চাঁদপুর জেলা শাখার নির্বাহী সচিব ও সিনিয়র সহকারী শিক্ষিকা বিচিত্রা সাহা।
ক্যাপশান- বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক
বিদ্যালয়ের জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।