লিয়াকত হোসাইনঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে ৯’শ ৪৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী সেলিম মিয়া। বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অসহায় দুস্থদের প্রাপ্ত সুবিধা সঠিকভাবে বন্টন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন মুহুর্তে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা সহ সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রেখেছেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
এসময় বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি চাউল পেয়ে দুস্থ মানুষরা হাসিমুখে বাড়ি ফিরে যায়। চাল বিতরণ পূর্বে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। অত্র উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫ হাজার ২’শ ৫৩ পরিবারের মাঝে ২৫২.৫৩০ মেট্টিক টন ভিজিএফ চাল বিতরণ করা হবে।
চাল বিতরণকালে ইউপি সদস্য বিল্লাল হোসেন, মোহাম্মদ হোসেন, মুখলেছুর রহমান, মানিক সরকার, কাজল বেপারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা গাউস’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।