সাইফুর রহমান সবুজঃ
মতলবের মেহরনে রাম দাস অধিকারী প্রভূর স্মৃতি স্মরণে মাদক বিরোধী প্রিতি ফুটবল খেলা অনুষ্ঠত হয়েছে ।
১১ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় মেহরন সরকারি প্রথমিক বিদ্যালয় মঠে স্বর্গীয় রাম দাস প্রভূর মিত্যু বার্ষিকী উপলক্ষে নায়েরগাঁও দক্ষিন ইউনিয়যনের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য বিশিষ্ঠ সমাজ সেবক ভরত চন্দ্র দাস সাধুর আয়োজনে এক প্রতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশ গ্রহন করেন কচুয়া,উপজেলার মধপুর একাদশ বনাম মেহরন স্পোটিং ক্লাব । উক্ত খেলায় মধুপর একাদশকে ১ – ০ গোলে হারিয়ে মেহরন স্পোটিং ক্লাব জয় লাভ করে ।
এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা শরৎ চন্দ্র দাস, শ্রী কৃষ্ণ দাস, নকুল চন্দ্র দাস, প্রান কৃষ্ণ দাস, উপজেলা যুবঐক্য পরিষদের সদস্য রিপন দাস, মোঃ আবুল কালাম সহ কয়েক হাজার ফুটবল প্রেমীরা ।