শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এড. নুরুল আমিন রুহুল এমপি

reporter / ১৬৮ ভিউ
আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধি :
চাঁদপুর জেলায়  মতলব দক্ষিণ উপজেলার বিভিন্নস্থানে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন চাঁদপুর ২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য আশিফ ইকবাল ডনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বিএইচএম কবির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার সহ আরো অনেকেই।
বেলা সাড়ে ১২ টায় খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম ঢালীর পরিচালনায়  অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এরপর বিকাল সাড়ে তিনটায় মতলব পৌরসভার বোয়ালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি মোঃ আল মাহমুদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীলের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী, সারোয়ার সরকার লিখন,  মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামাল রনি, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ, সিরাজ প্রধানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও দলীয় নেতা কর্মীরা। এর আগে নারায়ণ পুর ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর