নিজস্ব প্রতিবেদকঃ
মতলব দক্ষিণ উপজেলা সদরের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আহমেদ প্রোপেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আইনুন নাহার কাদরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন মতলব জেবি সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক শিক্ষা উদ্যোক্তা সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।
এ সময় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন,ইত্তেফাক সংবাদদাতা আক্তার হোসেন,মতলব সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আউয়াল,সাংবাদিক সমির ভট্টাচার্য বলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শতাধিক শ্রমজীবী ও গরীব অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।