মতলব উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দকে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের অভিনন্দন
মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের ঐতিহ্যবাহী মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মো. হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মোর্শেদ জুয়েল।
ঐতিহ্যবাহী মতলব উত্তর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির’সহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মো. হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মোর্শেদ জুয়েল।
অভিনন্দন বার্তায় বলেন, মতলব উত্তর একটি গুরুত্বপূর্ণ উপজেলা। মতলব উত্তর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপশি সকল অসঙ্গতি তুলে ধরতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি। নবযাত্রায় নতুন কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা।