শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

মরহুম এম শফিউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

reporter / ১০১ ভিউ
আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এম শফিউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

৫ জানুয়ারি বুধবার বিকেলে চাঁদপুর শহরের কোরালিয়া রোডস্থ মরহুমের বাসভবনে প্রায় ৮ শতাধিক নিম্নবিত্ত, দারিদ্র ও এতিমদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

তিনি বলেন, সমাজের অসহায় মানুষের জন্য কিছু করার মতো আত্মতৃপ্তি আর নেই। আর মানবসেবায় আত্মতৃপ্তির পাশাপাশি সওয়াবও পাওয়া যায়। চাঁদপুরে দীর্য়দিন যাবত সেই কাজটি করে যাচ্ছে এম শফিউল্লাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি যার নামে করা হয়েছে তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন। এই মানুষটির অবর্তমানে আজকে তাঁর সন্তানরা দেশ এবং মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, একজন যোগ্য পিতার যোগ্য সন্তাদের পক্ষেই সম্ভব এমন মানবসেবা মূলক কাজ করা। আমি এই কাজের জন্যে মরহুম এম শফিউল্লাহ সাহেবের সন্তানদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি এমন সুন্দর চিন্তার যোগ্য প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ একদিন জাতির পিতার সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

মরহুম এম শফিউল্লাহ’র বড় মেয়ে এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা কাঁকন শফিউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ও দৈনিক মতলবের আলোর নির্বাহী সম্পাদক রোটারিয়ান ডাক্তার মাসুদ হাসান, জাতীয় রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর বাবু পাটোয়ারী, মরহুম এম শফিউল্লাহ’র সহধর্মীনি বদরুনন্নাহার বেগম, মেজো মেয়ে সাবিহা মুনিরা, জেলা ছাত্রলীগ নেতা অপু পাটোয়ারি সহঅন্যান্য অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর