দৈনিক প্রিয় চাঁদপুর প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মৈশাদী গ্রামে বাইতুন নুর নামে একটি জামে মসজিদর গেইটে ঝুলানো তালা অবশেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী হস্তক্ষেপে খুলে গেল।
৯ জুন শুক্রবার মুষলধারে বৃষ্টি আসে। ঐদিন মোঃ নুরুল ইসলাম খান তার এক আত্নীয় মৃত্যুর খবর শুনে জানাজার জন্য কুমিল্লায় অবস্থান করে। টানা বৃষ্টির কারনে তাদের জমি থেকে আসা ধান রৌদে শুকাতে না পেরে উপায়ন্ত না হয়ে মোঃ নুরুল ইসলাম খানের ছেলে পারভেজ খান সন্ধায় ধানগুলো শুকাতে মসজিদে নিয়ে যায়। পরের দিন শনিবার সাবেক সেনা সদস্য মোঃ নুরুল ইসলাম খান ও এলাকার ২ জন মাগরিবের নামাজ আদায় করে। এশার পর থেকে মসজিদের গেইটের তালার চাবি লাগানোর অংশ টুকু ভরাট করে নতুন আরো ২ টি তালা কে বা কারন লাগিয়ে দেয়।
শনিবার থেকে মসজিদের গেইটে তালা ঝুলতে থাকে। অবশেষে চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী ১ নং ওয়ার্ডের মেম্বার সোরাফ ও ২ নং ওয়ার্ডের মেম্বার রাজুকে মসজিদের গেইটের তালা খোলার দায়িত্ব দেন। ১৪ জুন বুধবার আসবের পূর্বে ১ও ২নং ওয়ার্ডের মেম্বার, নূরুল ইসলাম খান ও স্থানীয় মুসল্লীদের উপস্থিতিতে মেম্বাররা তালা ভেঙ্গে দেন।গেইট খোলার পর নুরুল ইসলাম খান মসজিদ থেকে ধান বের করে নেন। পরে সকলে মিলে আসরের নামাজ আদায় করেন। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের হস্তক্ষেপে মসজিদটির তালা খুলে যাওয়াতে নুরুল ইসলাম ও তার পরিবারের সকলে চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।