শিরোনাম:
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ সম্পদের পাহাড় গড়েছেন পরেশ চন্দ্র পাল ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা

মৈশাদী ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে অবশেষে খুলে গেল মসজিদের তালা

reporter / ১২০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

মো : মুছা তপদারঃ

দৈনিক প্রিয় চাঁদপুর প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মৈশাদী গ্রামে বাইতুন নুর নামে একটি জামে মসজিদর গেইটে ঝুলানো তালা  অবশেষে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী হস্তক্ষেপে খুলে গেল।

৯ জুন শুক্রবার মুষলধারে বৃষ্টি আসে। ঐদিন মোঃ নুরুল ইসলাম খান তার এক আত্নীয় মৃত্যুর খবর  শুনে জানাজার জন্য কুমিল্লায় অবস্থান করে। টানা বৃষ্টির কারনে তাদের জমি থেকে আসা ধান রৌদে শুকাতে না পেরে উপায়ন্ত না হয়ে মোঃ নুরুল ইসলাম খানের ছেলে পারভেজ খান সন্ধায় ধানগুলো শুকাতে মসজিদে নিয়ে যায়। পরের দিন শনিবার সাবেক সেনা সদস্য মোঃ নুরুল ইসলাম খান ও এলাকার ২ জন মাগরিবের নামাজ আদায় করে। এশার পর থেকে মসজিদের গেইটের তালার চাবি লাগানোর অংশ টুকু ভরাট করে নতুন আরো ২ টি তালা কে বা কারন  লাগিয়ে দেয়।

 শনিবার থেকে মসজিদের গেইটে তালা ঝুলতে থাকে। অবশেষে চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী ১ নং ওয়ার্ডের মেম্বার সোরাফ ও ২ নং ওয়ার্ডের মেম্বার রাজুকে মসজিদের গেইটের তালা খোলার দায়িত্ব দেন। ১৪ জুন বুধবার আসবের পূর্বে  ১ও ২নং ওয়ার্ডের মেম্বার, নূরুল ইসলাম খান ও স্থানীয় মুসল্লীদের উপস্থিতিতে মেম্বাররা তালা ভেঙ্গে দেন।গেইট খোলার পর নুরুল ইসলাম খান মসজিদ থেকে ধান বের করে নেন। পরে সকলে মিলে আসরের নামাজ আদায় করেন। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের হস্তক্ষেপে  মসজিদটির তালা খুলে যাওয়াতে নুরুল ইসলাম ও তার পরিবারের সকলে চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর