শাহ সোলেমান লেংটার মাজার জিয়ারত করলেন উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস

reporter / ৬৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর হযরত শাহ সোলেমান লেংটার মাজার জিয়ারত করলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। গত ১০ মে বিকালে তিনি বদরপুর গিয়ে মাজার জিয়ারত করেন। পরে ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহ সোলেমান লেংটার মাজারে খাদেম মতিউর রহমান লাল মিয়া, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, আওয়ামী লীগ নেতা আক্তার সরকার, আওয়ামী লীগ নেতা হাসান সরকার, কুয়াকাটার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান শাহ (চিশতী), সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আসিফ সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাজার জিয়ারত শেষে মুনাজাত ও দোয়ায় অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এসময় তিনি বিশে^র সকল মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করেন এবং যারা অন্ধকার কবরে শায়িত আছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।


এই বিভাগের আরও খবর