নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলার কৃতিসন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পিকে উত্তরাস্থ চাঁদপুর সোসাইটি কর্তৃক ঈদ শুভেচ্ছা জানানো হয়। শনিবার (০৭/০৫/২২ইং) রাতে শিক্ষামন্ত্রীর বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সোসাইটির সম্মানিত সভাপতি আলীবাবা ডোরের কর্ণধার মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক আবু সাইদ বকাউল, মোশাররফ হোসেন, আগা মাহমুদ চৌধুরী, হারুন অর রশিদ, শিপলু রহমান খান, আনোয়ার ইমাদ, আতাউর রহমান, আমানউল্লাহ, আনোয়ার হাওলাদারসহ অনেকে।
চাঁদপুর জেলার সন্তান ও স্থানীয় এমপি হিসাবে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি উত্তরায় বসবাসরত চাঁদপুরের সর্বস্তরের জনগনের খোঁজখবর নেন এবং চাঁদপুর সোসাইটির ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।