নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে আটক করা হয়েছে এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশ জানায়,৩১ মে মঙ্গলবার ভোর ০৪.৩০ ঘটিকার সময় অত্র থানার এসআই/রাশেদুদ জামান সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর আশিকাটি সাকিনস্থ জনৈক শাহজাহান মালের স’মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ জনি(৩৫), পিতা-মোঃ আবুল কাশেম খান, মাতা-হাজেরা বেগম ,স্থায়ী: গ্রাম- কামালদি মাথাভাংগা, উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা -চাঁদপুর, বাংলাদেশ ২. মোঃ রাসেল ঢালী(৩২), পিতা-মৃত রফিকুল ইসলাম ঢালী, মাতা-মৃত সেলিনা বেগম ,স্থায়ী: গ্রাম- নবকলস (কমির প্রধানীয়ার বাড়ী) , উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর, বাংলাদেশ ৩. সাদ্দাম প্রধানিয়া(৩০), পিতা-মো: সিরাজুল ইসলাম প্রধানিয়া, মাতা-নুরজাহান বেগম ,স্থায়ী: মধ্য গ্রাম- বিষ্ণুপুর, উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, বাংলাদেশদের হেফাজত হইতে ৫০০ পিস ইয়াবা সহ আসামীদের গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।